ভগবান ও মনীষীদের চরিতামৃত
হিন্দুধর্মের বিকাশের পথে সাহায্য করেছে ধর্মের প্রতি প্রগাঢ় বিশ্বাস , সত্য প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা , মহামানবের কর্মময় জীবনের আদর্শ অনুসরণ এবং বিভিন্ন উপাখ্যান হতে লব্দ শিক্ষা । শিক্ষার রাজ্যে মহাপুরুষদের চরিত্র এক বিশাল ভাণ্ডার । উপাখ্যান সমূহ হতে প্রাপ্ত দিক নির্দেশনাও অফুরন্ত । তাই মাত্র কয়েকটি মহিমার বর্ণনা ও উপাখ্যান সম্পর্কে উল্লেখ করা হলো
- ভগবান শ্রীকৃষ্ণ : চরিতামৃত
- শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু : চরিতামৃত
- জগদ্গুরু শঙ্করাচার্য : চরিতামৃত
- শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব : চরিতামৃত
অন্যান্য মনীষী :
এমনি অগণিত মনীষীর অপরিসীম পরিশ্রম ও অগাধ জ্ঞানভাণ্ডার এবং অফুরন্ত ভক্তির বলে সনাতন ধর্ম যুগােপযােগী ধর্ম হিসেবে সহস্র প্রতিকুলতার মাঝে কালজয়ী ধর্মরূপে পৃথিবীতে শতকোটি মানুষের কঠিন বিশ্বাসের কেন্দ্রবিন্দু রূপে বিরাজ করছে । নদের নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভর , দর্শনকে ভিত্তি করে চৈতন্য চরিত্রামৃতসহ বিবিধ গ্রন্থের প্রণেতা শ্রীক কবিরাজ গােস্বামী ভক্তির সাগরে এক অবিশ্বাস্য জোয়ার এনেছেন অনুসারী রঘুনাথ দাস গােস্বামী , নিত্যানন্দ , ঈশ্বরপুরী , শ্রীরূপ - সনাতন , কে মিত্র প্রমুখ প্রতিভার যে মিছিল চলেছিল , তা পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টম শতাব্দী অবধি বাংলাভাষা ও সাহিত্যকে এমনভাবে প্রভাবিত করেছিল যে তা কোন চিন্তাই মানুষের হৃদয়ে স্থান লাভ করতে পারেনি ।
মন্তব্যসমূহ