মীরাবাঈ: চরিতামৃত

মীরাবাঈ: চরিতামৃত 


যােধপুর রাজ্যে রাজপুত গৃহে বিবাহের অনুষ্ঠান চলছে । ছােট মেয়ে মীরা তার মাকে জিজ্ঞাসা করছে বারবার , “ মা - আমার বর কে ? ” মা উত্যক্ত হয়ে কুলবিগ্রহ শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়ে বললেন - “ ঐ যে তাের বর । ” সেদিন থেকে রাজরাণী মীরা হলেন শ্রীকৃষ্ণের প্রেমপ্রার্থী ভিখারিণী । ১৫০৪ খ্রি . জন্ম । রাজবংশে । কুড়ি বছর বয়সে মেবারের রাজা সংগ্রাম সিংহের পুত্র ভােজের সাথে বিয়ে হয় , কিন্তু মীরার জীবন কাটে সারাদিন কৃষ্ণনাম আর ভজন গেয়ে । “ মেরে তাে গিরিধর গােপাল , দুজয়ে ল কোই , জাতে শির মাের - মুকুট মেরে পতি সােই । ” একসময় রাজরাণী দীনা ভিখারিণী বেশে মেবার প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন । হাতে একতারা , কণ্ঠে কৃষ্ণনাম । গেলেন বৃন্দাবনে , তারপর এলেন দ্বারকায় , রণছােড়জীর মন্দিরে । ভজন আর কীর্তন গাইতে গাইতে ১৫৭৩ সালে দেব মূর্তির সাথে মিশে গেলেন । এমনিভাবে সহস্র মনীষীর সাধনার ও সৎ উপদেশের ফলশ্রুতিতে এই হিন্দুধর্ম মহিমান্বিত হয়েছে । প্রতিটি প্রজন্ম অনুপ্রাণিত হয়েছে , উৎসাহিত হয়েছে নবতর উদ্দীপনায় । প্রতিনিয়ত আঘাত ও অত্যাচারের মাঝেও হিন্দুধর্মাবলম্বীরা সম্মুখপানে অগ্রসর হয়েছে দৃঢ় প্রত্যয়ে , ভক্তি ও বিশ্বাসের প্রবল স্রোতে ভাসিয়ে দিয়েছে বিশ্ববাসীকে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিষ্ণু দশ অবতারের পরিচয়

বেদের চনৎকার কিছু শ্লোক।

হিন্দুদের দৈনিক প্রার্থনার মন্ত্র