স্বামী প্রণবানন্দজী : চরিতামৃত

স্বামী প্রণবানন্দজী : চরিতামৃত

স্বামী প্রণবানন্দজী : 

ভারত সেবাশ্রম সঙ্ঘ ও প্রণব মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী প্রয়াগে অর্ধ কুম্ভ মেলায় গােবিন্দানন্দগিরি মহারাজের কাছে ১৯২৪ সালে সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামীজী হিসাবে আবির্ভূত হয়েছিলেন । সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদেরকে । মূল্যবােধ ও আধ্যাত্মিক গুণাবলিতে সমৃদ্ধ করে বিশ্ব পরিমণ্ডলে হিন্দুধর্মকে সুপ্রতিষ্ঠিত করেন । স্বদেশি যুগে অগ্নিপুরুষ বিনােদ ব্রহ্মচারীর জন্ম হয় মাদারীপুর জেলায় ১৮৯৬ সালের ২৯শে জানুয়ারি । পিতা বিষ্ণুচরণ ভূইয়া ছিলেন জমিদারের নায়েব । ১৯৪১ সালে ৪৫ বছর বয়সে অমরধামে চলে যান তার অক্ষয়কীর্তি “ ভারত সেবাশ্রম সংঘ ” স্থাপন করে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিষ্ণু দশ অবতারের পরিচয়

বেদের চনৎকার কিছু শ্লোক।

হিন্দুদের দৈনিক প্রার্থনার মন্ত্র