প্রভু শ্রীশ্রীজগদ্বন্ধু : চরিতামৃত

প্রভু শ্রীশ্রীজগদ্বন্ধু : চরিতামৃত 
প্রভু শ্রীশ্রীজগদ্বন্ধু : 

মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে প্রভু শ্রীশ্রীজগদ্বন্ধু সীতা নবমীর মাহেন্দ্রক্ষণে ১৮৭১ খ্রীষ্টাব্দে ১৭ই মে জন্মগ্রহণ করেন । পিতা দীননাথ ন্যায়রত্ন , আদিবাস ফরিদপুর । হরিনামে বিমুগ্ধ এই মহান সাধকের মহিমা অগণিত ও অফুরন্ত । বাগদীদের সমাজে প্রতিষ্ঠা , পতিতাদের উদ্ধার , দরিদ্রের সেবা , শ্রীশ্রীজগদ্বন্ধুর জীবনের অনবদ্য কীর্তি । প্রায় ১৭ বছর মৌব্রত পালনের পর অগণিত ভক্তের অশ্রুর মাঝে তিনি ১৯২১ সালে ১লা আশ্বিন অমরধামে প্রয়াণ করেন । তার বাণী ছিলাে , “ নিরন্তর কৃষ্ণনাম লিখবে , জপবে , চিন্তা করবে । কৃষ্ণই গতি , কৃষ্ণই পতি । ” শ্রীঅঙ্গনে কৃষ্ণনাম চলছে দিবারাত্রি । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিষ্ণু দশ অবতারের পরিচয়

বেদের চনৎকার কিছু শ্লোক।

হিন্দুদের দৈনিক প্রার্থনার মন্ত্র