নাগ মহাশয়: চরিতামৃত

নাগ মহাশয়: চরিতামৃত 

দুর্গাচরণ নাগ , নারায়ণগঞ্জের দেওভােগ গ্রামে ১৮৪৬ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন । দশ মাইল দূরে গিয়ে স্কুলে পড়তেন । ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাত দক্ষিণেশ্বরে । গৃহী হয়েও নাগ মহাশয় ছিলেন পরম সাধক । স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী তাদের বলেছিলেন , “ ঈশ্বর কৃপায় মানুষের যে এমন উচ্চ অবস্থা হতে পারে তা একমাত্র নাগ মশাইকে দেখে বুঝতে পারা যায় কি ত্যাগে , কি ইন্দ্রিয় সংযমে - ইনি আমাদের চেয়ে শ্রেষ্ঠ । ” ভক্ত গিরীশ ঘােষ বলতেন , “ ঠিক ঠিক দীনতা হলে , যথার্থ অহংবুদ্ধির উচ্ছেদ হলে , মানুষের নাগ মশাইয়ের মতাে অবস্থা হয় । এসব মহাপুরুষের পাদস্পর্শে ধরণী পবিত্র হয় । ” ১৮৯৯ সালের ১৩ পৌষ মহাসাধক চলে গেলেন নিত্যধামে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিষ্ণু দশ অবতারের পরিচয়

বেদের চনৎকার কিছু শ্লোক।

হিন্দুদের দৈনিক প্রার্থনার মন্ত্র