ঠাকুর শ্রীশ্রী অনুকূলচন্দ্র : চরিতামৃত

ঠাকুর শ্রীশ্রী অনুকূলচন্দ্র :চরিতামৃত 


ঠাকুর শ্রীশ্রী অনুকূলচন্দ্র : 

পাবনা জেলার গুয়াখাড়া গ্রামে ১৮৮৮ সালের ৩০শে ভাদ্র শিবচন্দ্র চক্রবর্তী ও মনমােহিনী দেবীর সংসারে আসেন এক দিব্যজীবন । শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র এর সৎসঙ্গ সংক্রান্ত দর্শন এক নূতন সংস্কারমুখী পদক্ষেপ । মানুষের ধর্ম , জাতি - ধর্ম - বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে অখণ্ডতা এবং ঐক্য স্থাপনই এই সৎ সংঘের লক্ষ্য । শ্রীঠাকুর বলতেন , ঈশ্বর এক , ধর্মও এক , প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী যা সকল প্রাণীর কল্যাণে নিবেদিত । ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ - সদাচার , সদালাপ ও সৎসঙ্গ । ১৯৬৪ সালে । ঠাকুর ইহলােক ত্যাগ করেন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিষ্ণু দশ অবতারের পরিচয়

বেদের চনৎকার কিছু শ্লোক।

হিন্দুদের দৈনিক প্রার্থনার মন্ত্র