পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভগবান তার ভক্তের সেবা করেন

ছবি
ভগবান তার ভক্তের সেবা করেন ঈশ্বর আরাধনার বিভিন্ন পদ্ধতিকে জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিন শ্রেণীতে ভাগ করা যায়। এ সাধন পদ্ধতির মধ্যে ভক্তিই হচ্ছে আরাধনার শ্রেষ্ঠ পথ। পূজনীয় ব্যক্তি বা ঈশ্বরের প্রতি অনুরাগকে ভক্তি বলা হয়। ভক্তির যিনি অধিকারী, তিনিই ভক্ত। ভক্তির বিভিন্ন প্রকার আছে, যেমন- পিতৃভক্তি, মাতৃভক্তি, গুরুভক্তি ও ভগবদ্ভক্তি। ভক্তির আশ্রয় হচ্ছে ভক্ত হৃদয়। অসাধারণ শক্তি রয়েছে ভক্তির মধ্যে। ভক্তকে টেনে তোলে ভগবানর দিকে, ভগবানকে নিয়ে আসে ভক্তের সান্নিধ্যে। ভগবান তার ভক্তের সেবা করেন। ভক্ত যখন শ্রদ্ধা ও ভক্তিতে ভগবানের নিকট আত্মনিবেদন করে, ভগবানও তখন সে ভক্তের সেবায় তৎপর হন। একটি দৃষ্টিন্তস্বরূপ উল্লেখ করা যায় :- অর্জুন মিশ্র নামের একজন পণ্ডিত ভক্ত ছিল। তিনি গীতার টীকা রচনা করেছিলেন। নবম অধ্যায়ের ২২ তম শ্লোকে ভগবান বলছেন, অন্য কোন বিষয় চিন্তা না করে যারা আমার উপাসনা করেন, সে সব ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করি। এই শ্লোকে "বহাম্যহং" অর্থাৎ আমি বহন করি" এই শব্দটি পড়ে পণ্ডিত চিন্তিত হয়ে পড়লেন। ভগবান ভক্তের যোগ ও ক্ষেম অর্থাৎ অপ্রাপ্ত ও প্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্

শ্রীমদ্ভগবদগীতা যথাযথ

ছবি
শ্রীমদ্ভগবদগীতা যথাযথ, বাংলায়। গীতার পরিচিতি    গীতা পাঠের মন্ত্র    প্রথম অধ্যায়    দ্বিতীয় অধ্যায়    তৃতীয় অধ্যায়    চতুর্থ অধ্যায়    পঞ্চম অধ্যায়    ষষ্ঠ অধ্যায়    সপ্তম অধ্যায়   অষ্টম অধ্যায়    নবম অধ্যায়    দশম অধ্যায়    একাদশ অধ্যায়    দ্বাদশ অধ্যায়    ত্রয়োদশ অধ্যায়    চতুর্দশ অধ্যায়    পঞ্চদশ অধ্যায়    ষোড়শ অধ্যায়    সপ্তদশ অধ্যায়    অষ্টাদশ অধ্যায়    শ্রী শ্রী গীতার মাহাত্ম্য । শ্রীমদ্ভগবদগীতা যথাযথ, সংস্কৃত বাংলায়। প্রথম অধ্যায় ,  দ্বিতীয় অধ্যায় ,  তৃতীয় অধ্যায় ,  চতুর্থ অধ্যায় ,  পঞ্চম অধ্যায় ,  ষষ্ঠ অধ্যায় ,  সপ্তম অধ্যায় ,  অষ্টম অধ্যায় ,  নবম অধ্যায় ,  দশম অধ্যায় ,  একাদশ অধ্যায় ,  দ্বাদশ অধ্যায় ,  ত্রয়োদশ অধ্যায় ,  চতুর্দশ অধ্যায় ,  পঞ্চদশ অধ্যায় ,  ষোড়শ অধ্যায় ,  সপ্তদশ অধ্যায় ,  অষ্টাদশ অধ্যায় , শ্রীমদ্ভগবদগীতা যথাযথ, সংস্কৃত। প্রথম অধ্যায়.   দ্বিতীয় অধ্যায়.   তৃতীয় অধ্যায়.   চতুর্থ অধ্যায়.   পঞ্চম অধ্যায়.   ষষ্ঠ অধ্যায়.   সপ্তম অধ্যায়.   অষ্টম অধ্যায়.   নবম অধ্যায়.   দশম অধ্যায়.   একাদশ অধ্যায়.   দ্বাদশ অধ্যায়.   ত্রয়োদশ অধ্যায়.   চতুর্দশ অধ্যায়.