পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হিন্দুধর্মের মূলনীতিসমূহ

ছবি
হিন্দুধর্মের মূলনীতিসমূহ ১। সাধারণ জ্ঞান আহরণ করে, অজ্ঞানতার অন্ধকারে থাকা পাপ। ব্যক্তির অধিকার মূলত তার নিজস্ব কর্তব্য (আসক্তি ও আশঙ্কা ত্যাগ করে) যথাসাধ্য উত্তর রূপে পালনের চেষ্টা করা। অবস্থা অনুযায়ী ফললাভ অবশ্যই হবে। ২। দান দয়ার প্রকাশ। লাভের প্রত্যাশা না করে উপযুক্ত সময়, উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রকে দান করা দয়ার প্রকাশ এবং এই রকম দান ঈশ্বরকে প্রিত করে। ৩। দেহ একটি নৌকাস্বরূপ, যার প্রথম এবং প্রধান কাজ জীবন সমুদ্রের অপর তীরে অমরত্বের উপকূলে পৌছে দেওয়া। ৪। ঈশ্বরকে হৃদয়, আত্মা ও সর্বশক্তি দিয়ে ভালবাসতে হবে। যে কেউ ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে, সে নীতিজ্ঞান বর্জিত মানুষ। সে মানুষে ও মানবতার শত্রু। ৫। হত্যা, ব্যাভিচার, চৌর্য, মিথ্যাভাষণ, অপরের সম্পত্তিতে লোভ ঈশ্বরকে ত্রুুদ্ধ করে। সৎভাবে জীবন যাপন, অমায়িক ব্যবহার এবং নিজ পরিশ্রমে জীবন ধারণ কর্তব্য। ৬। যে অপরের অপরাধ ও পাপ ক্ষমা করে। ঈশ্বর তাকে তার কৃত অপরাধ ও পাপ ক্ষমা করেন। ৭। বুদ্ধি বৃত্তিকে অস্ত্রের মতো শাণিত করতে হবে, যেন সেটি দুঃখের কারণকে বিদ্ধ করে বিনাশ করতে পারে। ৮। প্রার্থনা করার জন্যে মন্ত্র অথবা শ্লোক না জানলে