পোস্টগুলি

জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মূর্তি পূজার ইতিহাস

ছবি
মূর্তি পূজা "আমরা প্রত্যেকে রাজাধিরাজ ঈশ্বরের সিংহানের উত্তরাধিকারী"। হিন্দুর দৃষ্টিতে ঈশ্বর একমাত্র পরম আরাধ্য দেবতা। অন্য কোনও দেবতাকে ঈশ্বর জ্ঞান করার কোনও প্রশ্ন নাই। ঈশ্বর তিনি (দেবতে/দেবাডু/ঈশ্বরণ/কাডাভু/ইরাইবন, এই সব নামেও দক্ষিণ ভারতে অভিহিত হয়ে থাকেন) যিনি সর্বব্যাপী এবং সর্বশক্তিমান তাঁর কার্য সমাধা করাবার জন্যে তাঁর কোনো সহযোগীর প্রয়োজন হয় না। পরমেশ্বর তাঁকেই বলা হয় যাঁর থেকে নাম ও রূপের এই সমগ্র বিশ্বের উৎপত্তি। তাঁরই করুণায় পৃথিবীর অস্তিত্ব বিদ্যমান, তারই মধ্যে অন্তিমে এর বিলয়।                    ঈশ্বরঃ পরমৈকস্বরূপঃ স নিত্যঃ সর্বব্যাপী বিভুরনাদিরনন্তশ্চ স নিরাকারো নিরূপো বর্ণনাতীতো নিষ্কম্পশ্চ। ক্কচিৎ শব্দরূপেণ স আত্মানং প্রকাশয়তি স বিধাতা কারণানাং কারণং তথা সর্বশক্তিমান্ তদিচ্ছাপুরাণায় কস্যাপি সহায়স্য প্রয়োজনং ন বর্ততে। যতো দ্বিতীয়াঃ কোঅপি নাস্তি। ঈশ্বর পরমৈশ্বর্যসরূপ, নিত্য, সর্বব্যাপী, অনাদি-অনন্ত, নিরূপ, বর্ণনাতীত, নিষ্কম্প। কখনও কখনও শব্দরূপে তিনি আত্মপ্রকাশ করেন। তিনি সৃষ্টিকর্তা, সমস্ত কারণের কারণ, তিনি সর্বশক্তিমান, তাঁর ইচ্ছাপূরণের জন্য কোনও সহায়