ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস “ ঈশ্বর সকলের প্রভু , সর্বজ্ঞ , নিয়ন্ত্রক , বিশ্বের কারণ , স্রষ্টা এবং ধ্বংসকারী -উপনিষদ ঈশ্বর এক এবং অদ্বিতীয় , তিনি সম্পূর্ণ , যা হতে সকল কিছুর সৃষ্টি এবং যাতে সকলের প্রত্যাবর্তন , তিনিই ঈশ্বর । এই সম্পূর্ণ একককে বহুনামে ভূষিত করা হয়েছে বিভিন্নভাবে । সনাতন ধর্মাবলম্বীগণ একে বলেন ব্রহ্ম । এই ব্রহ্মই হচ্ছে সকল কিছুর মূল এবং কারণ । তিনিই পুরুষােত্তম , অবিনশ্বর ও অনন্ত । সকল বস্তুতে তিনি বিরাজমান , সকল কিছুই তাকে ছাড়া অস্তিত্বহীন । তিনি বিশ্বনিয়ন্ত্র , সর্বব্যাপী , সর্বশক্তিমান ও মহিমাময় । পরম কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে পরমেশ্বর এক মহাকৌশলী । তিনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তারও কারণ আছে । এই বিশ্ব ব্রহ্মাও এক শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত । লক্ষ কোটি গ্রহ উপগ্রহ মহাকাশে নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে , জীবন্ত প্রাণীর বৈচিত্র্যের মাঝে শৃখলা আছে । এই কেন্দ্রিয় নিয়ন্ত্রক একজন অপরিসীম ক্ষমতাবান পরমপুরুষ , অসংখ্য মস্তক , অনন্ত চক্ষু , অগণিত চরণ , তিনি সমগ্র বিশ্বে - সর্ব জীবে পরিব্যাপ্ত । এ বিশ্বে যা কিছু ঘটে তার একটি কারণ