হিন্দুধর্ম ও হিন্দুধর্মের বিকাশ
হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের বিকাশ নিয়ে কিছু আলোচনা করা যেতে পরে।
হিন্দু ধর্ম
হিন্দু ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ঋক্বেদ পৃথিবীর প্রচীনতম গ্রন্থ। ফরাসি আক্রমনকারীগণ ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে উপনীত হলে তারা সিন্ধু নদীর তীরে আর্য ঋষিগণের বংশধরদের দেখতে পায়। ফরাসি ভাষায় "স" এর উচ্চারণ "হ" এর অনুরূপ, তাই সিন্ধু কে তারা হিন্দু রূপে উচ্চারণ করতো। এইভাবে সিন্ধু নদীর তীরে বসবাসকারী জনগণ হিন্দু হিসেবে পরিচিত লাভ করে ও দেশকে হিন্দুস্থান এবং ধর্মকে হিন্দু ধর্ম বলে চিহ্নিত করা হয়। বাস্তবে এ ধর্মের নাম "সনাতন" ধর্ম। সনাতন অর্থ শাশ্বত বা চিরস্থায়ী যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে- তাই এই নাম সনাতন। এরূপ একটি ধর্মের সৃষ্টি একজন চিরস্থায়ী শক্তির দ্বারাই সম্ভব। ঈশ্বর সনাতন, চিরস্থায়ী এবং তিনিই এই ধর্মের স্রষ্টা। মানুষ নশ্বর, তার দ্বারা এরূপ কোন চিরস্থায়ী সনাতন কিছুই হতে পারে না। স্বয়ং ঈশ্বর হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রচারক, ঈশ্বরের মুখ-নিঃসৃত বাণী ঋষিগণের মাধ্যমে এভাবে পৃথিবীতে প্রবর্তিত হয়েছে।
হিন্দু ধর্মের বিকাশ
ত্রিলোকদর্শী ঋষিগণ ধ্যানে নিমগ্ন হয়ে ঈশ্বর থেকে জ্ঞান লাভ করেছেন। যে সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। তিনিই একমাত্র প্রভু, শক্তিধর, বিশ্ব-ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। যে জ্ঞান দ্রষ্টা ঋষিগণের মাধ্যমে প্রবর্তিত হয়েছিল, তাকেই "বেদ" বলা হয়। লিপিমালার উদ্ভাবন হয়নি বলে প্রথমদিকে এ জ্ঞান ঋষিগণের মুখে মুখেই প্রচলিত ছিল। এই জন্যে বেদকে "শ্রুতি" বলা হয়। পরবর্তীকালে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বিপুল পরিশ্রম করে ঋষিগণের শিষ্যদের কাছ থেকে এই জ্ঞান সংগ্রহ করে তা সংকলন করেন এবং লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। তিনিই বেদব্যাস নামে পরিচিত। এভাবেই বিশ্বর অন্যতম প্রধান স্বতন্ত্রধর্মী ও দর্শন ভিত্তিক ধর্ম হিসেবে সনাতন ধর্ম রূপলাভ করে।
হিন্দুধর্ম একটি পুরুষানুক্রমিক ধর্মীয় ঐতিহ্য। কয়েক হাজার বছর ধরে শ্রদ্ধাভরে প্রতিপালিত হয়ে আসছে এবং বর্তমানেও পৃথিবীর প্রায় ১১০ কোটি লোক এই ধর্মের অনুসারী। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস এবং থাইল্যান্ডে অধিক সংখ্যক হিন্দু বসবাস করে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম আফ্রিকা-অস্ট্রেলিয়া ও ক্যারেবিয়ান দ্বীপসমূহে এই ধর্মের অনুসারীগণ বসবাস করেন। বর্তমানে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং রাশিয়াতে বহুসংখ্যক লোক হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাই এই ধর্মের বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের-পর-দিন।হিন্দুধর্মের বৈশিষ্ট্য অন্যান্য ধর্ম হতে স্বতন্ত্র। এই ধর্মের কোন প্রতিষ্ঠাতা নেই, বা কোন একক প্রবর্তকও নেই। কোন বিশেষ বিশ্বাস, মতবাদ বা সুনির্দিষ্ট অনুশীলনের উপরে এ ধর্ম প্রতিষ্ঠিত নয়। সনাতন ধর্ম ব্রহ্মবিদ্যা কোন একটি পদ্ধতি নয় অথবা একটি সংহিতা নয়। এই ধর্ম একটি দর্শন এবং একটি পূর্ণাঙ্গ জীবনের পদ্ধতি মাত্র।
হিন্দু ধর্ম
হিন্দু ধর্মের বিকাশ
ত্রিলোকদর্শী ঋষিগণ ধ্যানে নিমগ্ন হয়ে ঈশ্বর থেকে জ্ঞান লাভ করেছেন। যে সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। তিনিই একমাত্র প্রভু, শক্তিধর, বিশ্ব-ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। যে জ্ঞান দ্রষ্টা ঋষিগণের মাধ্যমে প্রবর্তিত হয়েছিল, তাকেই "বেদ" বলা হয়। লিপিমালার উদ্ভাবন হয়নি বলে প্রথমদিকে এ জ্ঞান ঋষিগণের মুখে মুখেই প্রচলিত ছিল। এই জন্যে বেদকে "শ্রুতি" বলা হয়। পরবর্তীকালে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বিপুল পরিশ্রম করে ঋষিগণের শিষ্যদের কাছ থেকে এই জ্ঞান সংগ্রহ করে তা সংকলন করেন এবং লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। তিনিই বেদব্যাস নামে পরিচিত। এভাবেই বিশ্বর অন্যতম প্রধান স্বতন্ত্রধর্মী ও দর্শন ভিত্তিক ধর্ম হিসেবে সনাতন ধর্ম রূপলাভ করে।
হিন্দুধর্ম একটি পুরুষানুক্রমিক ধর্মীয় ঐতিহ্য। কয়েক হাজার বছর ধরে শ্রদ্ধাভরে প্রতিপালিত হয়ে আসছে এবং বর্তমানেও পৃথিবীর প্রায় ১১০ কোটি লোক এই ধর্মের অনুসারী। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস এবং থাইল্যান্ডে অধিক সংখ্যক হিন্দু বসবাস করে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম আফ্রিকা-অস্ট্রেলিয়া ও ক্যারেবিয়ান দ্বীপসমূহে এই ধর্মের অনুসারীগণ বসবাস করেন। বর্তমানে আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং রাশিয়াতে বহুসংখ্যক লোক হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তাই এই ধর্মের বিশ্বাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের-পর-দিন।হিন্দুধর্মের বৈশিষ্ট্য অন্যান্য ধর্ম হতে স্বতন্ত্র। এই ধর্মের কোন প্রতিষ্ঠাতা নেই, বা কোন একক প্রবর্তকও নেই। কোন বিশেষ বিশ্বাস, মতবাদ বা সুনির্দিষ্ট অনুশীলনের উপরে এ ধর্ম প্রতিষ্ঠিত নয়। সনাতন ধর্ম ব্রহ্মবিদ্যা কোন একটি পদ্ধতি নয় অথবা একটি সংহিতা নয়। এই ধর্ম একটি দর্শন এবং একটি পূর্ণাঙ্গ জীবনের পদ্ধতি মাত্র।
মন্তব্যসমূহ
Online casino sites such as Microgaming, PlayOJO, Pragmatic luckyclub.live Play, 888, LeoVegas and others offer new and innovative options. It is a