হিন্দুধর্ম ও হিন্দুধর্মের বিকাশ

হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের বিকাশ নিয়ে কিছু আলোচনা করা যেতে পরে। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ঋক্বেদ পৃথিবীর প্রচীনতম গ্রন্থ। ফরাসি আক্রমনকারীগণ ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে উপনীত হলে তারা সিন্ধু নদীর তীরে আর্য ঋষিগণের বংশধরদের দেখতে পায়। ফরাসি ভাষায় "স" এর উচ্চারণ "হ" এর অনুরূপ, তাই সিন্ধু কে তারা হিন্দু রূপে উচ্চারণ করতো। এইভাবে সিন্ধু নদীর তীরে বসবাসকারী জনগণ হিন্দু হিসেবে পরিচিত লাভ করে ও দেশকে হিন্দুস্থান এবং ধর্মকে হিন্দু ধর্ম বলে চিহ্নিত করা হয়। বাস্তবে এ ধর্মের নাম "সনাতন" ধর্ম। সনাতন অর্থ শাশ্বত বা চিরস্থায়ী যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে- তাই এই নাম সনাতন। এরূপ একটি ধর্মের সৃষ্টি একজন চিরস্থায়ী শক্তির দ্বারাই সম্ভব। ঈশ্বর সনাতন, চিরস্থায়ী এবং তিনিই এই ধর্মের স্রষ্টা। মানুষ নশ্বর, তার দ্বারা এরূপ কোন চিরস্থায়ী সনাতন কিছুই হতে পারে না। স্বয়ং ঈশ্বর হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রচারক, ঈশ্বরের মুখ-নিঃসৃত বাণী ঋষিগণের মাধ্যমে এভাবে পৃথিবীতে প্রবর্তিত হয়েছে। হিন্দু ধর্মের বিকাশ ত্রিলোকদর্শী ঋষিগণ ধ্য...