পোস্টগুলি

নভেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাই ফোঁটা

ছবি
ভাইফো এই উৎসবের পোষাকি নাম  ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান ।  কার্তিক  মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে ( কালীপূজা র দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। পঞ্জিকা  অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের  শুক্লপক্ষের   ২য়   দিন উদযাপিত  হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের  ১ম  দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ  নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী  দীপাবলি  উৎসবের শেষদিন। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ ।  নেপালে  ও  পশ্চিমবঙ্গের   দার্জিলিং  পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত  ভাইটিকা  নামে। সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের আরও একটি নাম হল  যমদ্বিতীয়া । কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা  যম  তাঁর বোন যমুনা র হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন  কৃষ্ণ  তাঁর বোন সুভদ্রা র কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। ভাইফ...